নদীয়ার নবদ্বীপে শুরু হলো চলমান সিঁড়ির কাজ

Social

মলয় দে নদীয়া :-নবদ্বীপ ধাম স্টেশনে শুরু হয়েছে চলমান সিঁড়ির কাজ। চৈতন্য জন্মভূমি নবদ্বীপ ধাম স্টেশন। আর এই নবদ্বীপ স্টেশনে বহু দেশ বিদেশ থেকে যাত্রীরা আসেন এই নবদ্বীপ ধাম তীর্থস্থানে। নবদ্বীপ ধাম স্টেশনে এই চলমান সিঁড়ি হওয়ায় খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। নবদ্বীপ ধাম স্টেশনকে মডেল হিসেবে ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই থেকেই নবদ্বীপ ধাম স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু হয়েছে। লকডাউন হওয়ার আগে থেকেই শুরু হয়েছিলো এই চলমান সিঁড়ির কাজ। কিন্তু মহামারী করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হওয়ায় বন্ধ হয়ে গেছিলো এই চলমান সিঁড়ির কাজ। লকডাউন শিথিল হতেই শুরু হয়েছে জোরকদমে চলমান সিঁড়ি তৈরির কাজ। সোমবার নবদ্বীপ স্টেশনে এসে দেখা গেলো চলমান সিঁড়ি তৈরি থেকে শুরু করে তাঁর যাবতীয় দেখাশোনা করার ঘর তৈরি করার কাজ চলছে জোরকদমে। এ বিষয়ে নবদ্বীপ স্টেশন ম্যানেজার রমেন্দ্র লাল সরকারের সঙ্গে কথা বলায় তিনি জানায়, প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই চলমান সিঁড়ির তৈরি হচ্ছে। খুব দ্রুত এই চলমান সিঁড়ির কাজ শেষ হবে এবং চালু করার ব্যবস্থা করা হবে তিনি জানালেন। স্থানীয় এক পথচারী জানায়, এই চলমান সিঁড়ি চালু হলে খুবই উপকার নবদ্বীপের মানুষের এবং বয়স্ক মানুষদের যাতায়াতের ক্ষেত্রে ভীষণ ভাবে উপকৃত হবে। তাদের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো হয়।

Leave a Reply