রায়গঞ্জঃ করোনার কারনে বন্ধ প্রাথমিক স্কুল ঘরে আগুন লাগিয়ে স্কুলের সব গাছ কেটে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে চোপড়া থানার ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের কাঁচনাডাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ে। যদিও স্কুল্বাড়ির একটি পরিত্যক্ত ঘরেই আগুন লাগানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আনতে দমকলকে জানানো হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিদ্যালয় কতৃপক্ষ অবশ্য এই ঘটনার পর চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, যারা এই আগুন লাগানো ও গাছ কাটা ইত্যাদির ঘটনা করেছে তাদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দিতে হবে। রাতের অন্ধকারে কে বা কারা এসব করেছে সেটা পরিষ্কার করতে সঠিক তদন্তের বাদি তুলেছেন স্থানীয়রা। জানা গিয়েছে, পরিত্যক্ত বিদ্যালয় ভবনের ভেতরে কিছু ভুট্টার শুকনো গাছ রাখা ছিল। তাতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
