অঞ্জন শুকুল,নদীয়া: নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ ব্লক এর মাজদিয়ায় লোকের মুখে মুখে ঘুরছে সংবাদপত্র বিক্রেতা অভিজিৎ বিশ্বাসের নাম। প্রতিদিন ভোর চারটায় সাইকেল চালিয়ে ১২ কিমি পথ পেরিয়ে সংবাদ পত্র দিতে বেরিয়ে আসেন মাজদিয়ায়। দীর্ঘ লক ডাউনেও বন্ধ নেই কাগজ বিলি । লক ডাউনের আগে অভিজিৎ বাবুর কাছে কয়েকজন কাজ করতেন । করোনা ভাইরাসের কারণে কয়েক জন কাজ বন্ধ করে দেওয়াতে সেই দায়িত্ব ও কাঁধে তুলে নিয়েছেন তিনি কারণ একটাই কেউ যেন সংবাদপত্র পড়া থেকে বিরত না থাকেন জানিয়েছেন অভিজিৎ বাবু ।
শুধু পয়সার জন্য নয় ভালোবাসার টানে তিনি এই কাজ করতে করছেন । যতদিন তিনি থাকবেন ততদিন এইভাবেই জনগনকে পরিসেবা দিয়ে যাবেন বলে জানান ।