নদীয়া জেলার বিহারিয়া মঠপাড়ার রাতের ঘুম, কেড়ে নিচ্ছে গঙ্গাভাঙ্গন

Social

মলয় দে নদীয়া:-মাত্র ৩ দিন আগে জেলাশাসক, বিডিও, এসডিও জেলা সভাধিপতি ভাঙ্গন পরিদর্শনে এসে যে পথ দিয়ে হেঁটে ছিলেন, গতকাল রাতে ভাঙ্গনের পর আজ তাও জলের তলায়। এমনকি নিমগাছ, সেগুন গাছ, আম গাছ সহ প্রায় এক বিঘে জমি জলের তলায়।

গতকাল রাত আটটা নাগাদ স্থানীয় মাঝিরা সবে মাছ ধরতে বেরিয়েছে, জলের মধ্যে বুদবুদ ওঠা দেখে একদিকে মাছপ্রাপ্তির আনন্দ অন্যদিকে গঙ্গা ভাঙ্গন পূর্বমূহুর্ত লক্ষণের আশঙ্কা। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে নৌকা টলমল অবস্থায় কোন রকমে প্রানে বাঁচে মাঝিরা। তারপর থেকে লাগাতার সারারাত ক্রমাগত ভেঙেই চলেছে! আর মাত্র ১৫ হাত বাকি তারপরে বসত বাড়ি গোয়াল ঘর সবকিছু।

অন্যদিনের আর পাঁচটা রাতের থেকে ভোর হওয়ার প্রতীক্ষা গতকাই সবচেয়ে বেশি ছিল বলে মনে করেন অধিবাসীবৃন্দ। সকালে আলো ফুটতেই বাপ কাকার পৈত্রিক ভিটের দিকে তাকিয়ে স্মৃতির রোমন্থন, পরিবার নিয়ে পরবর্তী বাসস্থানের দুশ্চিন্তা। পাড় বাঁধনের কাজ চলছে জোর কদমে , কিন্তু সেতো প্রতিবছরই হয়!

Leave a Reply