মলয় দে নদীয়া:- দীর্ঘ লকডাউনে গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় একদিকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা হয়েছে যেমন তেমনই তেলের সাশ্রয় হয়েছে বেশ খানিকটা, অন্যদিকে পরিশোধিত তেলের সংরক্ষণের অভাবে উৎপাদন ব্যাহত হয়েছিল বেশ খানিকটা। যদিওবা বেশ খানিকটা শিথিল হয়েছে লকডাউন, কিন্তু গাড়ির চাকা গতিহীন হয়েছে অত্যাধিক মাত্রায় পেট্রোল-ডিজেলের দাম বর্ধিত ওয়ায়। যেখানে মোটরসাইকেলের ১৪লিটার ট্যাংক পুরনো ভর্তি করতে ১০৩৬ টাকার পরিবর্তে এখন ১১৫৪ টাকা লাগছে। ডিজেলের পরিস্থিতিও খুবই খারাপ লিটার প্রতি প্রায় বেড়েছে ১০ টাকা। আজ সকাল ছয়টা থেকে নতুন ভাবে পেট্রোলের দাম হয়েছে ৮২. ৪৩ এবং ডিজেলের ৭৫.৯১ টাকা। শুধু পেট্রোল নয় পেট্রোল জাতীয় দ্রব্য, বা মালপরিবহনের সাথে যুক্ত প্রত্যেকটা বিষয়ে দাম বাড়ার সম্ভাবনা প্রবল, মানুষের চরম এই দুরাবস্থার জন্য দু’একটি স্থান ছাড়া সেই অর্থে দেখা যাচ্ছে না কোন রাজনৈতিক দলের কর্মসূচি।