শ্যামল কান্তি বিশ্বাস : বিধায়ক সমীর কুমার পোদ্দারের উন্নয়নের ধারা অব্যাহত, নৈশকালীন আলোক সজ্জায় উদ্ভাসিত আড়ংঘাটা বাজার। প্রকল্পের রূপকার, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পোদ্দার।
সমীর বাবুর অর্থানুকুল্যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আড়ংঘাটা বাজার কে আলোক সজ্জায় সজ্জিত করবার জনহিতকর প্রকল্প বাস্তবায়িত হল। ১১ই জুন সান্ধ্যকালীন এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাপন জনসমাগমের মধ্য দিয়ে বিধায়ক নিজেই তার স্বপ্নের প্রকল্পের উদ্বোধন করেন। ৪০ টি স্মার্ট এল ই ডি রোড লাইট সহ রাজ্য পরিবহন দপ্তরের সহযোগিতায় আরো দু’টি উচ্চ বাতি স্তম্ভের উদ্বোধন করলেন তিনি।
বিধায়কের এই জনহিতকর সেবামূলক কাজ কর্মে খুশি আড়ংঘাটা সহ পার্শ্ববর্তী এলাকার নাগরিক বৃন্দ।
এক সাক্ষাৎকারে সমীর বাবু জানালেন, এলাকার মানুষের জন্য তিনি সেবা করে যেতে চান। তিনি এও জানান বিগত দিনগুলিতে এলাকার জনগণের কল্যাণে একাধিক জনহিতকর প্রকল্প বাস্তবায়িত করেছেন।