সোশ্যাল বার্তা : একদিকে করোনা আবহ অন্যদিকে প্রবল উষ্ণতা ফলে রাজ্যের অধিকাংশ ব্লাড ব্যাঙ্কগুলি রক্তশূন্য । বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী যাদের নিয়মিত রক্ত লাগে তারাও বর্তমানে রক্ত পাচ্ছে না । এই সমস্ত মুমূর্ষ ব্যাক্তিদের পাশে দাড়াতে এগিয়ে এলো বন্ধুত্বের উষ্ণতা নিয়ে নদীয়া জেলার গোত্রহীন হিল ট্রেকিং গ্রুপ ।
• গোত্রহীন এর পরিচালনায় আজ কৃষ্ণনগর রাজারোড ষষ্ঠীতলা বারোয়ারী প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই রক্তদান শিবিরে ৪৪ জন রক্তদাতা রক্তদান করেন।
• উল্লেখযোগ্য বিষয় রক্তদাতাদের মধ্যে ৫ জন মহিলা ও ১১ জন নতুন রক্তদাতা রক্তদানে নিজেদের নিযুক্ত করলেন।
• করোনা পরিস্থিতিতে এই কঠিন সময় রক্তের অপ্রতুলতা ও রুগীদের রক্তের ঘাটতির কথা মাথায় রেখেই গোত্রহীন গ্রুপের এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন বলে জানালেন সংস্থাটির সদস্যরা ।
• বতর্মান পরিস্থির কথা মাথায় রেখেই রক্তদান অনুষ্ঠানটি সকলের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং প্রত্যেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার মাধ্যমে সমগ্র রক্তদান শিবিরটি সম্পূর্ণ হয় ।
• সংস্থাটির পক্ষ থেকে এই কঠিন পরিস্থিতিতে রক্তদানের জন্য রক্তদাতাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় চারগাছ বিলির মাধ্যমে ।