মলয় দে নদীয়া :- কথায় আছে “দুষ্টের দমন সৃষ্টের পালন” । প্রশাসনিক সব রকম দায়িত্ব পালনের পরও শুধুমাত্র মানবিক কারণে কর্মহীন পরিবারদের খাদ্য সামগ্রী প্রদানই হোক আর সামাজিক দায়বদ্ধতায়ই হোক প্রশাসনের এরূপে দেখে খুশি সাধারণ আমজনতা।
কিছুদিন আগেই রবীন্দ্রজয়ন্তীর শোভাযাত্রায় খানিকটা মনোকষ্ট দূর হয়েছিল রবীন্দ্র প্রেমীদের। ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাপের জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার। উত্তরাখণ্ড থেকে শিক্ষা নিয়ে রেল লাইনের পাশে সর্তকতা জারি। জাতীয় বিপর্যয় এর মধ্যেও সাধারণ আমজনতা নানারূপে দেখতে পাচ্ছে প্রশাসনকে স্বভাবতই খুশি তারা।
আজ আর এক ধাপ এগিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানোর উদ্যোগ দেখে বিশেষজ্ঞ মহল আপ্লুত। আজ সকাল দশটায় শান্তিপুর থানার ওসি ,ডি আই বি, আইবি, এস আই, কনস্টেবল, এবং সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকেই এ কর্মযজ্ঞে শামিল হয়েছেন।