চরম অসহিষ্ণুতার নিদর্শন, দেশের সেনাবাহিনীর জওয়ান বাড়ি ফেরায় কটাক্ষ স্থানীয় বাসিন্দাদের

Social

মলয় দে নদীয়া:-নিজের জীবন উপেক্ষা করেও, দেশরক্ষায় ব্রতী হয়েছিলেন নদীয়ার শান্তিপুর ব্লকের পাঁচপোতা গ্রামের জহিরুল মন্ডল। দেশের নিরাপত্তায় পরিবার ছেড়ে পড়ে থাকতে হয় মাসের পর মাস, বছরের পর বছর। সেই সৈনিকও আজ, করোনা আবহে আকাঙ্কিত! অভাব বোধ করছেন নিরাপত্তার। ছুটি চেয়েও পাননি ঈদের সময়, তাই বাধ্য হয়ে গত ২৭শে মে বৃদ্ধ মা-বাবা স্ত্রী-পুত্রে সাথে দেখা করতে ফিরেছেন পাঁচপোতার বাড়িতে।

বাড়িতে ঢোকার আগেই তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং শান্তিপুর থানায় দেখা করে স্বাস্থ্য পরীক্ষার কাগজপত্র দেখিয়ে নির্দেশ পান নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। কিন্তু পাড়ার কিছু মোড়ল মুরুব্বী গোছের সবজান্তা মানুষ নিয়মিত কটাক্ষ করে চলেছিলেন গতকাল সারাদিন। এমনকি তাদের পরিবারের সকলকে সামাজিক বয়কট করেন পাড়ার কিছু লোক। এক সময় বাড়ির সামনে এসে ভিড় করে নানান হুমকি দিতে শুরু করে। এ ব্যাপারে শান্তিপুর থানায় গিয়ে ওসিকে জানিয়েছেন তিনি।

পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান মেম্বার এসে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেন। এমনকি জহিরুল বাবুর খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয়। তিনি জানান , তিনি নিরাপত্তা বোধ করছেন না । তার ডিপার্টমেন্টের নির্দেশ তিনি স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করছেন । শান্তিপুর থানার পক্ষ থেকে তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি জানান ।

Leave a Reply