পল মৈত্র দক্ষিণ দিনাজপুরঃ একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে আমফান ঝড়ের প্রভাবে এবছর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বিভিন্ন এলাকার করোলা কাশিড়া । অপ্রস্তুত ভাবে আমফান ঝড়ের দাপটে বেশিরভাগ ক্ষেতের করোলা গাছ ক্ষেতেই ছিঁড়ে পড়েছে।
অপরদিকে করোনা পরিস্থিতিতে জারি লকডাউনে সময়মতো মিলছে না পর্যাপ্ত শ্রমিক , যার ফলে উৎপন্ন করোলা, না তুলতে পারার কারনে পচে গিয়ে নষ্ট হচ্ছে জমিতেই । পাশাপাশি করোলা চাষীদের অভিযোগ, বাজারেও মিলছে না উৎপন্ন ফসলের পর্যাপ্ত দাম। এইমত অবস্থায়, করোলা চাষে ব্যয় করা অর্থ টুকুও না উঠার কারণে চরম ক্ষতির আশঙ্কায় এখন কপালে চিন্তার ভাঁজ বংশীহারী ব্লকের করোলা চাষিদের । ব্যাপক ক্ষতির মুখে এলাকার করোলা চাষীরা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন।