বাবা ও মেয়ে একসঙ্গে রক্তদান করলেন ব্লাড ব্যাংকে

Social

সোশ্যাল বার্তা: করোনার ভয়াবহতার জেরে সারদেশ জুড়ে চলছে লকডাউন। বতর্মানে ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার শুরু হয়েছে । পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় চলছে রক্তদান শিবির ।এমতাবস্থায় মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এগিয়ে এলো নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংস্থা ঋহান্সী ফাউন্ডেশন ।

গত ২১ মে রক্তদান শিবিরের আয়োজন করা হয় তবে তা নবদ্বীপ ব্লাড ব্যাংকেই । বাইরে রক্তদান শিবির হলে ভিড় হতে পারে তাই একে একে ব্লাড ব্যাংকে হাজির হয়ে রক্তদান করেন সংস্থাটির সদস্যবৃন্দ ।

একই সঙ্গে পাশাপাশি বাবা রাজু মল্লিক ও মেয়ে রাজ্যশ্রী মল্লিক রক্তদান করে নজির গড়লেন । রক্তদান শিবিরে ১৫ জন রক্তদাতা রক্তদান করেন।

এ প্রসঙ্গে সংগঠনের সম্পাদক রাজ্যশ্রী মল্লিক বলেন “সমাজকর্মীরা থেমে গেলে রক্তের অভাবে আরো বেশি প্রাণ যাবে । দানের সেরা রক্তদান, তাই সবার কাছে অনুরোধ এগিয়ে আপনারা এগিয়ে আসুন রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের প্রান বাঁচান ।”

Leave a Reply