প্রান্তিকদের সহযোগিতায়, সামাজিক সংগঠন আলোর পাশে দাঁড়ালেন বৃহন্নলারাও

Social

মলয় দে নদীয়া :-করোনার কারনে বিপর্যস্ত মানুষগুলির এবার পাশে দাঁড়ালেন বৃহন্নলারা ৷ সমাজের তথাকথিত ভদ্র সমাজ যাদের বাঁকা চোখে দেখে, সেই মানুষগুলিই এ বার এগিয়ে এলেন অসহায় মানুষগুলির সাহাযার্থে ৷

নদীয়ার শান্তিপুরের নূতনপাড়া এলাকায় প্রায় ৩৫ বছর ধরে বসবাস করেন বেবীদি, কৃষ্ণাদি, মঙ্গল সহ বেশ কয়েকজন বৃহন্নলা ৷ তারাই আজ শান্তিপুর আলো ও প্রকৃতি বিলাসের সহায়তায় এলাকার প্রকৃত দুঃস্থ মানুষদের মধ্যে চাল, তেল, সয়াবিন, লবন সহ বেশকিছু খাদ্য সামগ্রী বিতরন করেন ৷ বেবীদি, কষ্ণাদি, মঙ্গলদের ব্যবহারে আপ্লুত হয়ে পড়েন ঐ দুই সংস্থার প্রীতম, মৌ, বুম্বা, রাখী সহ অনান্য সদস্যরা ৷

আধ্যাত্মিক মতবাদে বিশ্বাসী কৃষ্ণাদেবী মানুষের বিপদের দিনে সকলকে পাশে থাকার আবেদনও জানান ৷

Leave a Reply