মলয় দে নদীয়া;- শান্তিপুর শহরের নতুন পাড়ার বাসিন্দা সঞ্জিত ঘোষ এবং মন্দিরা ঘোষের একমাত্র কন্যা মেঘনা। আজ তার তৃতীয় জন্মদিন। গত বছর এই দিনে পাড়ায় বসবাসকারী দু:স্থদের সহযোগিতার মাধ্যমে পালিত হয়েছিল দিনটি। সঞ্জীব বাবু ও তাঁর স্ত্রী মন্দিরা দেবী দুজনে শিক্ষকতা করেন। সঞ্জীব বাবু এলাকার যুব সংগঠন ডি ওয়াই এফ আই র সঙ্গে যুক্ত। তাই এবছর করোনা পরিস্থিতিতে আরেকটু বড় করে, ক্ষেত্র বাড়াতে সিপিআইএম কর্মী-সমর্থকদের দায়িত্ব দেন সারা শান্তিপুরের ৩৫০ জন প্রান্তিক মানুষদের খুঁজে লিস্ট করার। গত কাল রাত থেকেই জনরঞ্জন কেন্দ্রে
চলছিল রান্নার যাবতীয় আয়োজন। নিজে হাতে রান্নার সহযোগিতায় পার্টিকর্মীদের সঙ্গে দেখা গেল পরিবারের সকলকে। সমস্ত তাই ফয়েল প্যাক করে পারস্পারিক দূরত্ব বজায় রেখেই বিতরণ করা হয় দুপুরের মধ্যহ্নভোজ।