অবোলা জীবদের জন্য কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন

Social

নিউজ সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে চলছে লক ডাউন । এই সময়ে সাধারণ মানুষের পাশাপাশি কিছু অবোলা জীব পড়েছে মহা বিপদে । এই অবোলা জীবদের নিয়ে সারা বছরই কাজ করে চলেছে নদীয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর এনিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ট্রাস্ট । ২০১৮ সালে কিছু স্বহৃদয় ব্যক্তি গড়ে তুলেছে এই প্রতিষ্ঠান । নিয়মিত কাজ করলেও জনতা কারফিউর দিন থেকে তাদের কাজ অনেকগুন বেড়ে গেছে। কারন আগে দোকান পাট খোলা থাকলে কিছুটা খাবার মিলতো এই অবোলা জীবদের ,বতর্মানে সেসব থেকে ওরা বঞ্চিত ।

প্রত্যেক দিন রাতে ঘূর্ণি উদয়ন সংঘ ক্লাব এর সামনে থেকে তাদের খাবার খাওয়ান শুরু । তারপরে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এর পাশে পেট্রল পাম্প, পৌরসভা সভার সামনে, এভি স্কুল মোড় থাকে নেদের পাড়ার মোড় হয়ে সদর হাসপাতাল , গভঃ কলেজ এর মোড় ও দুই কলেজ মাঠ, রবীন্দ্র ভবন এর সামনে দিয়ে কলেক্টরী মোড় । সেখান থেকে মহকুমা শাসকের অফিসের সামনে হয়ে বনশ্রী পাড়ার হোটেল, নদীয়া জেলা পরিষদ এর সামনে ও ভেতর হয়ে নক্ষত্র ভবন। তারপর বন দপ্তর অফিস এর সামনে, হেমন্ত হিম ঘর এর সামনে বিগ বাজার হয়ে শেষ হয় ডন বস্ক স্কুলের সামনে ।

এই রাস্তায় প্রতিনিয়ত ২৩০টি কুকুর ও ১৫-২০ টি গরু এবং ষাঁড়ের মুখে তুলে দেয় তারা খাবার । খাদ্য সামগ্রী খাওয়ানোর পাশাপাশি চলে তাদের প্রাথমিক চিকিৎসাও । সংগঠনের সদস্য অতনু দাস দেখছেন চিকিৎসার বিষয়টি। ,

সংগঠনের সম্পাদক প্রীতম ঘোষ বলেন ” জীব সেবা হলো শিব সেবা । স্বামী বিবেকানন্দ এর এই কথা মাথায় রেখে এই কর্মে আমরা ব্রতী হয়েছি । ওদের জন্য কাজ করি “।

সংগঠনের সভাপতি রিম্পা ঘোষ ওরফে পারমিতা বলেন “ওরা নির্বাক । একটু ভালোবাসা , একটু খাবার পেলেই সুন্দর একটু হাসি দেয় । ওরা হচ্ছে পথ পশু । ওরা হচ্ছে কুকুর । ওরা হচ্ছে ইংরেজি তে DOG যা উল্টে দিলে GOD হয় । অর্থাৎ আমাদের কাছে ওরা ভগবান ।”

এর এদের জন্য যারা রাস্তায় কাজ করছে অশোক পাল, গোপাল সেন, সুপ্রভাত দে, শুভেন্দু রায়, বীথি হালদার, কুনাল দত্ত, প্রভাসিস পাল,রিম্পা ঘোষ, মাম্পি সাহা সহ অন্যান্যদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে । সদস্যদের মধ্যে থেকেই কেউ করছেন বাজারে , কেউ করছেন রান্না আবার কেউ করছে পরিবেশন ।

খরচের টাকা কোথায় পান জিজ্ঞেস করতে সংগঠনের সদস্যরা জানালেন, প্রতিদিন প্রায় ১০০০ টাকা করে খরচ হয় । অনেক স্বহৃদয় ব্যাক্তি সাহায্য করেন বা সদস্যদের নিজেদের পয়সা দিয়ে চলে এই সেবা কাজ । এদের মতই কৃষ্ণনগরে পথকুকুরদের নিয়ে কাজ করছে অনেকগুলি সংগঠন ।

Leave a Reply