গ্রামে শিশু জন্ম হোলেই বাড়িতে গিয়ে গাছ লাগান শিক্ষক গোপাল চন্দ্র বর্মন

Social

ওয়েব ডেস্ক : “গাছ লাগাও প্রাণ বাঁচাও” ধ্বনি দিয়েই আহ্বান জানানো হয় গাছ লাগানোর জন্য । সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসেছে এই মহান কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে।এমনই একজন বৃক্ষপ্রেমী যিনি এই মহান কাজে সামিল হয়েছেন এক নতুন কর্মসূচি নিয়ে ।

(ছবি ঋণ : ইউটিউব)

বাংলাদেশের গাইবান্ধার একজন স্কুলশিক্ষক নাম গোপাল চন্দ্র বর্মন। স্কুল শিক্ষক গোপাল চন্দ্র বর্মন গ্রামে নতুন শিশু জন্মগ্রহণ করলেই শিশুটির উপহার স্বরূপ তাদের বাড়িতে গিয়ে বৃক্ষরোপণ করে আসেন তবে সেটি যে কোন ফলের গাছ।

এলাকার ছেলে-মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তৈরি করেছেন ।

এভাবেই তিনি প্রায় ৩০০০ টি গাছ লাগিয়ে ফেলেছেন। ফলের গাছ দেওয়ার কারণ হিসেবে ব্যক্ত করেছেন পরিবারটি গাছের ফল থেকে প্রাপ্ত অর্থ শিশুটির বিবাহ ও পড়াশোনার খরচ হিসেবে ব্যবহার করতে পারবে ।পৃথিবী বাঁচাতে সবাইকে এমন ভাবেই এগিয়ে আসা উচিত ।

(ছবি ঋণ :ইউটিউব)