মুখে মাস্ক না থাকলে, মিলবে না দোকান বাজার সহযোগীতার বাজার কমিটি

Social

মলয় দে নদীয়া:- পার্থ ,জয়ন্ত, তাপস, শৈলেন, অনিক, সুরজিৎ, রাকেশ ,নিমাই, এইরকমই ১৫জন যুবক নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুরে দু’বছর যাবৎ নিয়মিত প্রান্তিকদের সেবায় নিয়োজিত করেছে নিজেদের। এই সুবাদে বিভিন্ন দোকানদার, সবজি বিক্রেতা, রেশন ডিলারদের সাথে সুসম্পর্ক, এবং সেটাই মূলধন হিসেবে ব্যবহার করে করনা সংক্রমন রোধ করার উদ্দেশ্যে নিয়েছে অভিনব কর্মসূচি। স্থানীয় দোকান বাজারের মালিকের অনুমতি নিয়েই, তাদের বোঝাতে সক্ষম হয়েছেন, জনসাধারণের মঙ্গলার্থে মাস্ক ছাড়া যেকোনো কিছুবিক্রি বন্ধ হলে, এই সুঅভ্যাস গড়ে উঠবে সকলের।

প্রথম দিন ক্রেতা সাধারণের কাছ থেকে, সমালোচিত হলেও গতকাল এবং আজ প্রায় প্রত্যেকের মুখেই উঠেছে মাস্ক। সংগঠনের উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেছে এ বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখবে তারা।

Leave a Reply