শিক্ষক অনিল চন্দ্র সরকারের নেশা হারিয়ে যাওয়া দেশি ধানের বীজ সংরক্ষণ

Social

দেবু সিংহ,মালদা: পেশায় একজন শিক্ষক হয়েও অনিলচন্দ্র সরকারের নেশা হারিয়ে যাওয়া দেশি ধানের বীজ সংরক্ষণ করা। নিজের ছাদই তাঁর গবেষণাগার। বিলুপ্ত হয়ে যাওয়া ধানের বীজ সংরক্ষণের কাজ প্রশংসিত হয়েছে পাটনা আইসিএআর(‌ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ)। নিরন্তর এই কাজ ৩০ বছর ধরে করে চলেছেন তিনি। সম্প্রতি পাটনা আইসিএআর(‌ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ)‌ থেকে ৩ বিজ্ঞানী তাঁর কাজের ভূয়সী প্রসংশা করে গেছেন।

তিনি তাঁর গবেষণার মধ্যে থাকা ৬ প্রজাতির ধানের বীজ বিজ্ঞানীদের হাতে বিনে পয়সায় তুলে দিয়েছেন।

Leave a Reply