লকডাউনে আর্তের পাশে স্পর্শ

Social

প্রীতম ভট্টাচার্য : প্রত্যন্ত এলাকায় নেই কোনো দোকানবাজার। প্রায় অনেকটা পথ হেঁটে আসতে হয় দোকান বাজার করতে। তার ওপর লকডাউনে সব বন্ধ। আর যারা দিন আনে দিন খায় তাদের দুবেলা খাওয়ার জুটছে না। পেটে টান পকেট ফাঁকা, ঠিকমত পাওয়া যাচ্ছে না ত্রান। ঠিক সেই সময় এইসব গরীবমানুষগুলোর ত্রাতা হয়ে পাশে দাঁড়িয়েছে ” স্পর্শ” নামে এক সমাজসেবী সংস্থা।

এখন অবধি ৩৫০ টি পরিবারের কাছে স্পর্শ পৌঁছে দিয়েছে ত্রাণ। হাসখালি, জয়পুর, খাঁপুর, বেথুয়াডহরী বিভিন্ন এলাকার প্রত্যন্ত জায়গায় ত্রান পৌঁছোতে স্পর্শের মেম্বারদের বেশ কষ্টকর অবস্থা। মানুষের করুন অবস্থা চোখে দেখা যাচ্ছে না তাই আমরা চাল, ডাল,তেল, নুন,সোয়াবিন,মুড়ি, সবকিছু পৌঁছে দিচ্ছি প্রান্তিক মানুষের কাছে বললেন স্পর্শের সদস্যরা।

বব

অসহায় মানুষগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ফোন করতে পারেন স্পর্শকে 8906420655।স্পর্শে র এই সমাজসেবায় এই শহরে স্পর্শ কে কুর্ণিশ, ভালো থাকুক, সুস্থ থাকুক স্পর্শে র প্রতিটি সদস্য।

Leave a Reply