সামনেই নতুন বছর সংকটে ব্যবসায়ী থেকে মৃৎশিল্পী

Social

মলয় দে নদীয়া :-ক্যালেন্ডারে বৈশাখ মাসের ১ তারিখ মানেই নববর্ষ। আর এই নববর্ষ মানেই নদীয়ার শান্তিপুরে গনেশ পূজা হালখাতা, শান্তিপুরের বেশিরভাগ দোকান বাজার ব্যবসাদাররাই এই গনেশ পূজা করে থাকেন কারণ হালখাতার মধ্য দিয়ে পুরনো বকেয়া টাকা বছরের প্রথম দিন কিছুটা তুলে নেওয়ার চেষ্টায়। কিন্তু বর্তমানে করনা ভাইরাসের কারণে গোটা ভারত বর্ষ এখন লকডাউন দোকানপাট প্রায় সবই বন্ধ।

ফলে গণেশ পূজো অনেকেই করছেন না এবছর পয়লা বৈশাখের দিন। যার কারণে  মৃৎশিল্পীদের এখন মাথায় হাত। অনেক ক্ষতির মুখে পড়তে হবে বলে জানান মৃৎশিল্পী সহ কর্মচারীরা। নিজেরা ব্যক্তিগত ঝুঁকি নিয়েই এবছর তৈরি করছে পয়লা বৈশাখের গণেশ ও লক্ষ্মী প্রতিমা। এর পরে কি হবে কিছুই জানা নেই তাদের। এমনটাই বলছে পঞ্চাশ বছরেরও বেশি কর্মরত কর্মচারীরা।

Leave a Reply