মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর এ ফিরছে শ্রমিকের দল, চিন্তায় পাড়া-পড়শিরা

Social

দেবু সিংহ,মালদা: করোনা ভাইরাস আতঙ্কের পরিবেশের মধ্যেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ আজ সকালে নেমেছে একদল পরিযায়ী শ্রমিক। এরা হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে ভিন রাজ্যে কাজ করতে গেছিল। কিন্তু কোনোরকম স্বাস্থ্য পরীক্ষা না করেই আজ এরা হরিশ্চন্দ্রপুর এ প্রবেশ করে এবং নিজের নিজের গ্রামাঞ্চলের দিকে রওনা দেয়।এই নিয়ে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এই সমস্ত শ্রমিক এর দল পেটের তাগিদে ভারতের বিভিন্ন শহরে খাটতে গেছিল। কিন্তু করোনা আতঙ্কের জেরে এরা নিজের নিজের গ্রামে ফিরতে শুরু করেছে। গ্রামের  উদ্দেশ্যে রওনা হলেও এরা স্থানীয়ভাবে কোথাও স্বাস্থ্যপরীক্ষা করায়নি। ফলে এদের শারিরীক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে আশঙ্কায় রয়েছে স্থানীয় গ্রামবাসীরা।

করোনা ভাইরাস সংস্পর্শের মাধ্যমে অন্যের শরীরে ছড়ায় খুব দ্রুত তাই হরিশ্চন্দ্রপুর এর মতো জনবহুল এলাকা দ্রুত সংক্রমনের দিকে যাবে কিনা এই চিন্তায় দিন গুনছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা ওমর ফারুক জানালেন যে সমস্ত লোক অন্যান্য রাজ্য থেকে নিজের বাড়ি ফিরছেন তারা অত্যন্ত সচেতনভাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তবে তাদের বাড়িতে আসা উচিত। কারণ তারা যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন তাহলে পার্শ্ববর্তী অন্যান্য মানুষেরাও আক্রান্ত হবে। যারা নিয়ম ভঙ্গ করছেন অবিলম্বে সরকারের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ যদি স্ক্রিনিং করাতে আসে তার পরীক্ষা করা হচ্ছে ।

Leave a Reply