দেবু সিংহ, মালদা : বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ এর উদ্যোগে আইন অমান্য ও জেল ভরো আন্দোলন মালদা জেলায়।
২১ হাজার টাকা মাসিক বেতন, ১০ হাজার টাকা পেনশন, প্রকল্প কর্মীদের স্থায়ীকরণ, বিড়ি শ্রমিকদের সরকার ঘোষিত হাজার প্রতি ২৫৫টাকা মজুরি সহ অন্যান্য দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সংগঠনের সদস্যরা।
শুক্রবার মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে হাতে ঝানডা নিয়ে সংগঠনের শ্রমিকরা মিছিল করে মালদা শহরে। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানে তারা ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসনিক ভবনে ঢোকার চেষ্টা করে। আন্দোলনকারীদের বাধা দেয় বিশাল পুলিশবাহিনী।
সংগঠনের সদস্য রুনু কুন্ডু বলেন,২১ হাজার টাকা মাসিক বেতন, ১০ হাজার টাকা পেনশন, প্রকল্প কর্মীদের স্থায়ীকরণ, বিড়ি শ্রমিকদের সরকার ঘোষিত হাজার প্রতি ২৫৫ টাকা মজুরি সহ অন্যান্য দাবি নিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা মহিলাদের বিভিন্ন দাবি নিয়ে আগামী দিনে বুথ স্তরে আন্দোলনে নামবেন বলে জানান তিনি।
