নিউজ সোশ্যাল বার্তা : রক্ত দানের ইচ্ছে থাকলে শত বাঁধা পার করে রক্ত দেওয়া যায়, তাই প্রমাণ করে দিলেন পলাশীর ইজাজুল সেখ।
শিক্ষার সম্মান আরো উজ্জ্বলতার প্রকাশ পায় যখন, কোনো শিক্ষিত সমাজের কর্মী সমাজের পথে সঠিক কর্মটা প্রকাশ করে তেমনই ইজাজুল সেখ ।
বহরমপুর মেডিকেল কলেজে গত দুই দিন থেকে রেশমা বেওয়া নামে একটা অসহায় মা ভর্তি ছিল পেটের অপারেশনের জন্য ।ডাক্তারবাবু পরামর্শ দেন রক্ত জোগাড় করতে । ব্লাড ব্যাংকে ওই মুহূর্তে ওই গ্রুপের রক্তের মজুত না থাকায় A+ প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি করে রোগীর বাড়ির লোকজন ।তারা রক্ত না পেয়ে EBS গ্রুপের টোটন সেখ ও রাকিবুল সেখ এর সাথে যোগাযোগ করেন । অত:পর টোটন সেখ ও রাকিবুল সেখ, ইজাজুল বাবুকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করে । তিনি মুর্শিদাবাদ যাওয়ার জন্য প্রস্তুত হন। ট্রেন ও বাস এর গোলযোগ থাকলেও দীর্ঘ ৪০ কিলোমিটার পথ অতিক্রম করে ইজাজুল বাবু পলাশী থেকে ছুটে যান বহরমপুর মেডিকেল কলেজে এবং রক্ত দান করেন।
তবে জীবনে তিনি এই প্রথম বার রক্ত দেন । রক্ত দানের মতো পৃথিবীতে এর থেকে আনন্দের আর কোনো কিছু হতেই পারেনা। এই পরিস্থিতিতে রক্ত পেয়ে রোগীর বাড়ির লোক খুবই খুশি হন।
রোগীর এই কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে ইজাজুল বাবু ও EBS গ্রুপের সকলে খুব আনন্দিত।
রোগীর বাড়ি ও EBS গ্রুপের পক্ষ থেকে ইজাজুল বাবুকে অভিনন্দন জানানো হয় । এ প্রসঙ্গে ইজাজুল বাবু বললেন “এটা তেমন কিছু নয় । আমার রক্তে অন্য জনের প্রাণ বাঁচবে এর থেকে আর কি আনন্দের হতে পারে” ।