মলয় দে নদীয়া:-নদীয়ার জেলা ভারত বাংলাদেশের মলুয়াপাড়া সীমান্ত থেকে আবারো সোনা উদ্ধার করলে বিএসএফ এ ৩২ নম্বর ব্যাটেলিয়ান । বিএসএফের কাছে গোপন সূত্রে খবর থাকে যে বর্ডার দিয়ে সোনা পাচার হবে সেই রকমই বিএসএফ জওয়ানরা সতর্ক থাকে।
এদিন সকালে মলুয়াপাড়া বাসিন্দা নাজমুল মন্ডল পিতা মৃত ইয়া নবী মন্ডল বয়স আনুমানিক ৩২ বছর তিনি ১৮ টি সোনার বিস্কুট এবং দুটো ইট মোটরসাইকেল করে মুলপাড়া গেট দিয়ে নিয়ে আসছিল। গেট দিয়ে নিয়ে আসার সময় বিএসএফ জওয়ানদের দেখে সন্দেহ হয় এবং তাকে চেকিং করা হয় । চেকিং করবার সময় তার কাছ থেকে ১৮ টি সোনার বিস্কুট এবং দুটি ইট বিএসএফ উদ্ধার করে। এই ১৮ টি সোনার বিস্কুট এবং ইটের ওজন ৪ কেজি ৬৭১ গ্রাম যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ হাজার ৮৫৫ টাকা ।
এই উদ্ধারকৃত সোনা ডিআর আই এর হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করবার পর । বিএসএফ এ ৩২ ব্যাটেলিয়ানের এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে ।