অভিজিৎ হাজরা, উদয়নারায়ণপুর, হাওড়া :- গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধানসভার ভবানীপুর ” লিটিল হার্ট কে জি স্কুল ” ‘ ঊষা নিকেতন ‘ প্রাঙ্গণে ‘ অভিযান ‘ পরিবারবর্গের আয়োজনে ‘ অভিযান ‘ পত্রিকার প্রাক্তন সম্পাদক কবি স্বর্গীয় নিমাই আদক স্মরণ অনুষ্ঠান প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতি চারণ, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কবি সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হল। এই সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক দিলীপ বসু। উপস্থিত ছিলেন কবি, লিটিল ম্যাগাজিন সংগঠক তথা অধ্যাপক ডঃ সুদীপ্ত মাজি, অধ্যাপিকা শম্পা সরকার, জুলফিকার আলী, সুখেন্দু চন্দ্র, সাংবাদিক ও সমাজসেবী পুর্ণেন্দু চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ‘ অভিযান ‘ পত্রিকার প্রাক্তন সম্পাদক ও কবি স্বর্গীয় নিমাই আদক সম্পর্কে জানা যায়, তিনি উদয়নারায়ণপুর থানার সোনাতলা, বিধি চন্দ্রপুর গ্ৰামে ১ লা অক্টোবর ১৯৭৮ সালে জম্মগ্ৰহণ করেন। তাঁর পিতা রমাপদ আদক ও মাতা শোভারাণী দেবী,স্ত্রী টুম্পা ধাড়া (আদক),পুত্র উৎসব আদক। তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান ” ভবানীপুর লিটিল হার্ট কিন্ডার গার্ডেন স্কুল”। তিনি আকাশবাণী – র পত্র লেখক ছিলেন। বিভিন্ন সংবাদপত্রে এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে লেখালেখি করতেন। তাঁর লেখা দেখে প্রশাসন সমস্যার সমাধান করেছে। অসংখ্য স্বরচিত কবিতার বই প্রকাশ করেছেন। কাব্যগ্রন্থ লিখেছেন। আঞ্চলিক ইতিহাস গ্ৰন্থ সম্পাদনা করেছেন।বহু সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য সম্মাননা ২০১৯ সালে রাজ্যপাল কর্তৃক রাজভবনে ” সারঙ্গ সাহিত্য সম্মান ” ।২০২১ সালের ১৮ ই জুলাই কোভিড এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। স্মরণ অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন দিলীপ বসু, জুলফিকার আলী, সুখেন্দু চন্দ্র, পূর্ণেন্দু চৌধুরী,স্বপন নন্দী, অজিত ভড়।” সম্পাদক ও কবি নিমাই আদক ” ,” সামাজিক দায়বদ্ধতা ও কবির স্বাধীনতা ” এই দুটি বিষয়ে আলোচনা করেন অতিথি বৃন্দ। ” অভিযান ” পত্রিকার পক্ষ থেকে স্বর্গীয় নিমাই আদক এর কবিকৃতিকে মনে রাখার জন্য ২০২২ সাল থেকে ” নিমাই আদক স্মৃতি কবি সম্মান” দেওয়া হচ্ছে ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত এই সম্মান প্রাপকের হলেন কবি বিকাশ মন্ডল,কবি সৌরভ দত্ত।এই বছর এই সম্মান দেওয়া হয় কবি, লিটিল ম্যাগাজিন সংগঠক তথা অধ্যাপক ডঃ সুদীপ্ত মাজি কে। কবি সম্মেলনে শতাধিক কবি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে স্বর্গীয় নিমাই আদক এর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।