দেবু সিংহ, মালদা : সবলা মেলা ও ক্রেতা সুরক্ষা মেলা উপলক্ষে, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে, মালদা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, প্রকল্প সহায়ক, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা, ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সহযোগিতায়, সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়াম মালদায় অনুষ্ঠিত হয়।
মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির। 4 জন মহিলাসহ ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন নিরঞ্জন প্রামানিক সম্পাদক ভারত স্কাউটস এন্ড গাইডস্ অনিল কুমার সাহা জেলা রক্তদান শিবির আহবায়ক ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা প্রমূখ।