মলয় দে নদীয়া :- নদীয়া জেলার করিমপুর থানার অন্তর্গত মহিষবাথান গ্রামের মা ছেলের একই কাপড়ে গলায় ফাঁস লাগিয়ে জোড়া আত্মহত্যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুপুর তিনটে নাগাদ একই ঘরে একই কাপড়ে অর্থাৎ একসাথে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। এরপর করিমপুর রুরাল হাসপাতালে নিয়ে আসা হলে মা ও ছেলেকে চিকিৎসকৃত বলে ঘোষণা করে। মৃত মহিলার নাম রিতা মন্ডল এবং ছেলের নাম বিজয় মন্ডল। রিতা মন্ডলের বয়স ৫৬বছর এবং বিজয় মণ্ডলের বয়স ৩৫ বছর।কি কারনে এই মৃত্যু এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
তবে প্রতিবেশীদের কাছে শোনা গেল, বিগত তিন মাস আগে বিজয় মন্ডল মাঠে গিয়ে ভয় পেয়েছিল। এরপর সে মানসিক অবসাদে দিন কাটাতো। সেই শোকে মায়ের ও মানসিক রোগ সৃষ্টি হয়েছিল, এমন ই অনুমান আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীর পক্ষ থেকে। মৃতদেহ দুটি বর্তমানে করিমপুর থানার অধিনে। করিমপুর থানার পুলিশ এই দেহ দুটিকে জেলা সদর হাসপাতাল কৃষ্ণনগরে পাঠানোর ব্যবস্থা করছে।
বিজয়ের স্ত্রী এবং একটি পুত্র ও কন্যা সন্তান আছে, অন্যদিকে বৃদ্ধ বাবা। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।