মলয় দে নদীয়া:- নদীয়া জেলার জেলাশাসক দপ্তরে জেলাশাসক, নদীয়া জেলা সভাধিপতি, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার, রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার প্রমুখের উপস্থিতিতে বুধবার এক সাংবাদিক সন্মেলনে বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন পূজা অনুমতির জন্য একটিমাত্র পোর্টালের সূচনা করা হলো।
এই একটি পোর্টালের মাধ্যমেই ইলেকট্রিসিটি বোর্ড, দমকল বিভাগ, দূষণ নিয়ন্ত্রন বোর্ড, পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনিক অনুমতির সুবিধা পাওয়া যাবে। একই সাথে এর ফলস্বরূপ প্রশাসন এবং পুজো কমিটিগুলির সমস্ত রেকর্ড এবং রেফারেন্স বজায় থাকবে। এ প্রসঙ্গে নদিয়া জেলা, জেলাশাসক এস অরুন প্রসাদ জানিয়েছেন, এই প্রটালের মাধ্যমে প্রত্যেকটি পুজো কমিটির জন্য থাকছে বিশেষ ব্যবস্থা, তাদের মোবাইল নম্বর ইমেইল আইডি সবকিছু আপলোড করতে পারবে, এবং যথাক্রমে সব কিছুর আপডেট পাওয়া যাবে এই প্রোটালের মাধ্যমে।