অশোকনগর: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ। মানুষের সুস্থ ভাবে বেঁচে থাকার পঞ্চ ইন্দ্রিয় মধ্যে অন্যতম হচ্ছে চোখ।চোখ ছাড়া জীবন অচল,চোখ ছাড়া জীবনের সব কিছুই শূন্য।অচেনাকে চেনার, অদেখাকে দেখার আগ্রহ থাকলেও চোখ না থাকলে তা যেন সৌভাগ্যহীন।
জানা যায় কলকাতার পাভলভ মানসিক হাসপাতালে অধীনে মানুষেরা চোখের সমস্যায় আক্রান্ত।তারা ঠিকমত সংবাদপত্র পড়তে পারে না,টেলিভিশন বিভিন্ন অনুষ্ঠান দেখতে সমস্যায় সম্মুখীন হতে হয়। মানসিক হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিউরো সাইক্রাট্রিক ডাক্তার প্রফেসর শ্রী সৃজিত ঘোষ খেয়াল করেন তাদের অনেকেই চোখের সমস্যা, অনুভব করেন অপারেশন করা প্রয়োজন। সেই সমস্ত রোগীদের অপারেশন জন্য বাড়ির মানুষদের সম্মতি প্রয়োজন।
সেই সমস্ত রোগীদের অভিভাবকদের স্বাক্ষর করে নিজের কাঁধে তুলে নেন ডাক্তার চিকিৎসক প্রফেসর শ্রী সৃজিত ঘোষ,তার সহযোদ্ধা হিসাবে আরেক চিকিৎসক ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের প্রধান শ্রী সম্বুদ্ধ ঘোষ।
বছরে এক নয় একাধিক মানসিক আক্রান্ত এমন রোগীদের অপারেশন করা সম্ভব হয়েছে।এই বিষয়ে স্বাস্থ্য দপ্তর ও সহযোগিতা করেছে।সবাই সুস্থ আছেন,এমনকী আক্রান্ত রোগীর বাড়ির অভিভাবক এবং পরিজন মানুষদের সাথে ও বাড়ি ফিরে গিয়েছেন।এক নয় একাধিক মানসিক আক্রান্ত মানুষের এই রকম অপারেশন করা সম্ভব হয়েছে।
এই প্রসঙ্গে বলতে গিয়ে বিশিষ্ট সমাজকর্মী দেবাশীষ মজুমদার বলেন দুই মানবিক চিকিৎসক আবালবৃদ্ধবনিতার শয়নে, স্বপনে,মননে জায়গা করে নিয়েছেন তাদের নিজস্ব কর্ম গুনে।আমরা তাদের জন্য বাঙালি হিসাবে গর্বিত।