অশোকনগর: অশোকনগর প্রজ্ঞানন্দ সেবাসদনে স্বাস্থ্য বিভাগে এক নতুন পালক যুক্ত হলো।এতদিন ধরে সেখানে এক্স রে, আল্ট্রাসোনাগ্রাফি এবং ইকোকার্ডওগ্রাফি সহ প্যাথলজির সমস্ত রকমের টেস্ট করানোর ব্যবস্থা চালু ছিল।এমনকী স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে জেনারেল সার্জারির বিষয় গুলোর অপারেশন চালু ছিল।
ফের চালু হলো সিরাম মেশিন এর ,যে মেশিনের মাধ্যমে এখন থেকে অর্থোপেডিক রোগীরা অপারেশন করাতে পারবেন এই সরকারি কেন্দ্রে।তবে কয়েক লক্ষ টাকার সিরাম মেশিন টি ও এন জি সি তুলে দেয় অশোকনগর পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার প্রৌরপ্রধান প্রবোধ সরকার, প্রৌরসভার স্বাস্থ্য সি আই সি সমীর দও, অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামী সহ অন্যান্য পৌর প্রতিনিধি। চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন অর্থোপেডিক সার্জেন শ্রী সুদীপ ভট্টাচার্য,শিশু বিশেষজ্ঞ চিকিৎসক শ্রী পুষ্পেন্দু সেনগুপ্ত, স্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে থাকা চিকিৎসক শ্রী শুভাশিস দাস। অশোকনগর প্রজ্ঞানন্দ সেবাসদনে স্বাস্থ্য বিষয়ে সাধারন মানুষের উপকার সম্পর্কে বক্তব্য রাখেন বিধায়ক নারায়ন গোস্বামী।