মলয় দে নদীয়া:-আইনের শাসন জারি রয়েছে কিন্তু তারই মধ্যে বেঁচে রয়েছে মানবিকতার আবেদনও । আজ নদীয়ার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট শান্তিপুর সাব ট্রাফিক গার্ড এর উদ্যোগে সেশন সংলগ্ন গোডাউন মাঠ থেকে বাইগাছি মোড় পর্যন্ত সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হয় এক সুবিশাল পদযাত্রার মাধ্যমে। যেখানে ট্রাফিক পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারা অংশগ্রহণ করেন। পথচারীদের নিরাপদ ফুটপাত দিয়ে হাঁটার পরামর্শ সহ হেলমেট বিহীন বাইক চালক কিংবা আরোহীকে লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করিয়ে হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান মনে করিয়ে দেন পরিবারে তার গুরুত্বের কথা।
অভিভাবকের পেছনে বসা স্কুল ফেরত ছাত্র-ছাত্রীদেরও এই গুরুদায়িত্বের অংশীদার করা হয় তাদের প্রিয়জনদের মনে না থাকা হেলমেট নিয়ে বেরোনোর জন্য তাদেরকেও গুরু দায়িত্ব দেওয়া হয়। যদিও হেলমেট বিহীন মোটরসাইকেল চালক কিংবা আরোহী বিষয়টিকে ভালোভাবেই দেখেছেন তারা জানাচ্ছেন এটা শুধুমাত্র গাফিলতি ছাড়া আর কিছু নয় অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ কিছুটা অনুশোচনার সাথেই জানান, এবার থেকে এ ভুল আর হবে না।
কর্তব্যরত পুলিশ অফিসাররা জানান , আইনের শাসন জারি রয়েছে, কিন্তু মানবিকতা তার থেকেও উর্ধ্বে। তার ভালোর জন্যই এ ধরনের উদ্যোগ এর আগেও নেওয়া হয়েছিল তাতেও একটা বড় অংশের মানুষজন নিজেকে শুধরে নিয়েছেন সেই অভিজ্ঞতা থেকেই আজকের এই উদ্যোগ । তবে এ বিষয়ে মানুষকে সচেতন করার নির্দেশে এসেছে জেলা পুলিশ সুপারের কাছ থেকে।