পটাশপুর, পূর্ব মেদিনীপুর: দর্শক মহলে সাড়া ফেললো এগরা কলেজের ছাত্র-ছাত্রীদের অভিনীত মনোজ মিত্রের ‘সন্ধ্যা তারা’ নাটক।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের খাড় ক্ষুদিরাম মেলার সাংস্কৃতিক মঞ্চে মঙ্গলবার এই নাটক অভিনীত হয়। এগরা সারদা শশিভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিনয়ে মাত করেন অধ্যাপক ও শিক্ষক-শিক্ষিকারাও। এই নাটকের মাধ্যমে অবক্ষয়িত মূল্যবোধ ও অবক্ষরিত সমাজের চিত্র তুলে ধরে কলেজ পড়ুয়ারা। নাটকের বেশ কিছু দৃশ্য নজর কাড়ে দর্শক মহলের। করতালীর মুখরিত আওয়াজে নাটক সুসম্পন্ন হয়। ছিলেন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ড. মলয় বারিক, শিক্ষক নবারুণ নায়েক, সুধাময় গায়েন , রজনীকান্ত কুমার, বিদ্যুৎ কুমার দাস, শিক্ষিকা সাথী জ্ড় প্রমুখ।
কলেজে অধ্যক্ষ ড. দীপক কুমার তামিলি জানান, “ভারতীয় সংস্কৃতির চর্চা কে এগিয়ে রাখতে ও অব্যাহত রাখতে আমাদের কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ছাত্র ছাত্রীরা অগ্রগণ্য ভূমিকা নেবে তা আমি আগেই জানিয়েছিলাম এবং তারা সেই ধারাকে অব্যাহত রাখছে । কয়েকবছর ধরে ভারতীয় শিল্প সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগ। আগামী দিনেও তারা আপনাদের কাছে পৌঁছবে নতুন নতুন নাটক নিয়ে। বঙ্গসংস্কৃতির ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে এবং এই চর্চার ধারাকে অব্যাহত রাখতে আমাদের এই বিভাগ দায়বদ্ধ।”