মলয় দে নদীয়া:-ব্যানারে জলছত্র থাকলেও, হালকা শীতের আমেজে ব্যবস্থা হয়েছে চা কফিও । সিংহ বাহিনীর ব্যবস্থাপনায় নদীয়ার ফুলিয়া রেল গেট সংলগ্ন হনুমান তলায় কালীপূজো উপলক্ষে মেলায় আগত মানুষদের জন্য এই ব্যবস্থা। তারা জানাচ্ছেন সারা বছর সনাতনী ধর্ম রক্ষা, বিভিন্ন প্রলোভনে ধর্মান্তকরণের বিরুদ্ধে তাদের নিয়মিত লড়াই সংগ্রাম। তবে আদিবাসী এবং বিভিন্ন জনজাতিদের নানান সমস্যার সমাধান করায় তাদের মূল লক্ষ্য। সম্পূর্ণ অরাজনৈতিক তবে হিন্দু ধর্মের পক্ষে এই সংগঠন। তাই বিভিন্ন ধর্মীয় পূজা সংক্রান্ত বিষয়ে এবং তা উৎসবে পরিণত করতে তারা পৌঁছে যান। জাতীয় স্তরে তাদের এই সংগঠন । এর আগে লক্ষ্মীপূজো উপলক্ষে তারা বিভিন্ন এলাকায় পুজো দেখতে আসা আগত দর্শনার্থীদের জন্য জলছত্রের ব্যবস্থা করেন। তবে কালীপুজোতে যথেষ্টই ঠান্ডা পড়ে সন্ধ্যের পর থেকে তাই জলের সাথে চা কফির ব্যবস্থা। কিছুটা সময় তাদের অস্থায়ী শিবিরে চেয়ারে বসে চা কফির সাথে একটু বিশ্রাম নিয়ে আবারো ঠাকুর দেখা তাই খুশি উৎসব প্রেমী আগত মানুষজন। অন্যদিকে পূজো উদ্যোক্তারা তাদের প্রতিমা বাজনা নিয়ে উপস্থিত হওয়ার পর একটু চা জল পান করে বিশ্রাম নিতে পেরে উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন।