দেবু সিংহ, মালদা: পথ নিরাপত্তা সতর্কতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পুখুরিয়া থানার পুলিশ। পুখুরিয়া মোড় স্ট্যান্ডে পথ চলতি সমস্ত যানবাহনের চালক সহ সাধারণ মানুষকে সতর্কবার্তা পৌঁছে দিলে পুলিশ। সোমবার দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর সহ পুলিশ কর্মীরা। অসাবধানতাবশত চলাফেরা করা মোটর বাইক গুলিকে পুলিশ আটকায়। এরপর সমস্ত রকম সরকারি নির্দেশিকা বুঝিয়ে দেন পুলিশ কর্মীরা।
রাজ্য সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ সহ বিভিন্ন সতর্কতামূলক বার্তা তুলে ধরেন পুলিশকর্মীরা যানবাহন চালকদের। অসতর্ক থাকলেই আইনত পদক্ষেপ নেওয়া হবে সেই বার্তাও দেওয়া হয় পুলিশের তরফে।