দীঘায় উঠলো মোটা দরের তেলিয়া ভোলা মাছ ! লক্ষাধিক টাকায় বিক্রি

Social

মদন মাইতি: এবারই প্রথম নয়। এখন প্রায়ই দিঘায় মৎস্যজীবীদের জালে তেলিয়া ভোলা মাছ ওঠে। এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। ফলে আন্তর্জাতিক বাজারে এই মাছের অনেক চাহিদা রয়েছে। তার জন্য এই বিরল প্রজাতির মাছের দামও অনেক হয়।স্থানীয় মৎস্যজীবীদের দাবি এই মাছ স্ত্রী এবং পুরুষের পাশাপাশি উভয়লিঙ্গেরও হয়।

বুধবার দীঘায় উঠলো মোটা দরের তেলিয়া ভোলা মাছ। মোট ৯ টি মাছ আড়তে ওঠে। প্রায় ৩১ হাজার টাকা কেজি দরে নিলামে বিক্রি হয়। এক একটি মাছের ওজন প্রায় ২৫-৩০ কেজি।

জানা যায় ওড়িশার ধামরা থেকে একজন মৎস্য ব্যবসায়ী এদিন দীঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। মাছগুলি দীঘা মোহনায় পৌঁছানোর পর রীতিমতো হিড়িক পড়ে যায় । একমাত্র গভীর সমুদ্রে পাওয়া যায় এই তেলিয়া ভোলা মাছ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, তেলিয়া ভোলা মাছের পটকা ও অন্যান্য অঙ্গ জীবন দায়ী ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও মাছগুলি বিদেশেও রপ্তানি হয়। দীঘার জি-কে ডি আড়ৎএ এই মাছের নিলাম চলে। মন্দার বাজারে এই ধরনের মাছ পেয়ে খুশি মৎসজীবীরা। তেলিয়া ভোলাগুলি দেখতে যেমন ভিড় জমিয়েছে মৎস্যজীবীরা তেমনি ভিড় জমিয়েছেন দীঘার পর্যটকেরাও। ইতিপূর্বে দীঘায় তেলিয়া ভোলার দেখা মিললেও এত পরিমাণ দর ওজন এর আগে দেখা যায়নি।
তেলিয়া ভোলা মাছ সাধারণত গভীর সমুদ্রেই পাওয়া যায়। এই মাছগুলি অনেক সময়ে দলবদ্ধ ভাবে ঘোরাফেরা করে। তবে অভিজ্ঞ শিকারি ছাড়া এই মাছ সহজে ধরা যায় না।

দিঘার মৎস্যজীবীদের কাছে অন্যান্য মাছের তুলনায় তেলিয়া ভোলার কদর সবসময় বেশি থাকে। কারণ এগুলির একটি মাছই লাখপতি করে দিতে পারে মৎস্যজীবীদের। এমনকি, প্রায়শই তেলিয়া ভোলার সৌজন্যে মৎস্যজীবীদের বিপুল অর্থ লাভের ঘটনাও উঠে আসে খবরের শিরোনামে।

Leave a Reply