মলয় দে নদীয়া : আজ বিশ্ব বন্ধুত্ব দিবস! “নস্টালজিক ৯৯” বন্ধুত্বের আবেগে গড়ে ওঠা বেনজির সংগঠন, রক্তদানে সুদৃঢ় বন্ধুত্বের প্রতিজ্ঞা।
ইংরেজির ১৯৯৯ সাল একটি বিশেষ পট পরিবর্তনের সাক্ষী, কম্পিউটার সহ ডিজিটাল জগতে ২০০০ সালে ব্যাপক উচ্ছাস উন্মাদনা ছিলো, যদিও বিজ্ঞানের অগ্রগতির ফলেই তার স্থায়ী সমাধানও হয়।
তবে সেই সালে নদীয়া জেলার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র এবং অন্যান্য বিদ্যালয়েরও ছাত্রছাত্রীরা গৃহ শিক্ষকের কাছে পড়তে গিয়ে যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, সেই বন্ধুত্ব এক বিশেষ নজির গড়ে পরবর্তী সময়ে।
২০১৮ সালে শান্তিপুর বাড়ি কর্মসূত্রেও শান্তিপুরে থাকে এইরকম বেশ কিছু বন্ধুরা মিলে গড়ে তোলে “নস্টালজিক ৯৯” মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ হলেও ফোনের মাধ্যমে রাজ্য বা রাজ্যের বাইরে এমন কি দেশের বাইরে কর্মরত বন্ধু বান্ধবীদের একত্রিত করতে সক্ষম হয় তারা। মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন গঠনের সময় তারা সাড়া দিয়েছিলেন প্রায় ১৬৭ জন। যদিও সশরীরে হাজির হতে পারেন একশোর কাছাকাছি বন্ধু বান্ধবী। তবে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও বিদ্যালয়ের উন্নয়ন হোক বা সামাজিক দায়িত্ব পূরণ যে কোন কাজে তাদের সহযোগিতাও কম নয়।
বিগত করোনা পরিস্থিতির মধ্যে ধারাবাহিকতার সাথে বেশ কিছু প্রান্তিক পরিবারের হাতে বিনামূল্যের বাজার, উৎসব এর আগে বস্ত্র , দারিদ্রতার মাঝে প্রতিভাবান পড়ুয়াদের পড়াশোনা সংক্রান্ত সহযোগিতা করা , রক্তদান এসবই সারা বছর চলে পালা করে।
আজ ৬ই আগস্ট। সেই আগস্টের প্রথম রবিবার। শান্তিপুর রবীন্দ্র বিদ্যালয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী whatsapp গ্রুপে আলোচনা এবং সহযোগিতার ভিত্তিতে তারা একত্রিত হয়েছিল রক্তদানের উদ্দেশ্যে। কলকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে রোগীদের এবং বিভিন্ন থ্যালাসেমিয়া রোগীদের জন্য আজকে তাদের সদস্যরা ৬১ প্যাকেট রক্ত উৎসর্গ করে। একসাথে সারাদিন গল্পগুজব হইহুল্লোড় করে কাটানোর মধ্যে দিয়ে তাদের নিখাদ নিবিড় বন্ধুত্বের ভিত আরো মজবুত হলো বলেই মনে করছেন তারা। যদিও তাদের মধ্যে বিভিন্ন দলের রাজনৈতিক মুখ রয়েছে, তেমনই রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন বিভাজনও ।আর্থিক দিক থেকেও কেউ সুপ্রতিষ্ঠিত কেউবা এখনো নিজে পায়ে দাঁড়ানোর প্রচেষ্টায়, তবে বন্ধুত্বের কাছ থেকে অনেক আলোকবর্ষ দূরে সেসব। বরং বন্ধুত্বের বাড়তি সংযোজন হয়েছে বিবাহিত বন্ধুদের স্ত্রী সন্তান।
প্রসঙ্গত বর্তমানে জীবন জীবিকা অর্থ সংগ্রহের মাধ্যমে প্রাচুর্য তৈরি করার তাগিদে ইঁদুর দৌড়ের সমাজব্যবস্থায়
বন্ধুত্বের আবেগ চাপা পড়ে।
তবে “নস্টালজিক 99” শুধু শান্তিপুরের নয় বন্ধুত্বের নজির সৃষ্টিকারী একটি বেনজীর সংগঠন।
১৯৫৮ সালে হলমার্ক কার্ডের মালিক জয়েস হল প্রথম বন্ধুত্ব দিবস পালন করার প্রস্তাব এনেছিলেন। তারপর এই ইউনেস্কো এই প্রস্তাবে দেয়, তারপর থেকেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়ে আসছে। প্যারাগুয়েতে প্রথম বন্ধুত্ব দিবস পালন করা হয়েছিল। ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা গৃহীত হয়েছিল। ২০১১ সালের ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে মনোনীত করা হয়েছিলো।
কিন্তু, স্কুল জীবন থেকে বিচ্ছিন্ন হওয়া বন্ধু-বান্ধবেরা পেশার টানে কিংবা বিভিন্ন কারণে যখন একত্রিত হওয়ার চেষ্টা করেন সেই দিনটা বেশিরভাগই রবিবার হয়ে থাকে, তাই আগস্টের প্রথম রবিবার হিসাবে ভারত সহ বিভিন্ন দেশে পালিত হয় বন্ধুত্ব দিবস।
তবে,চলতি বছর, ২০২৩ সালের আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের থিম হল ‘বন্ধুত্বের মাধ্যমে মানব আত্মা ভাগ করা’। যাতে সকলে সকলেও সঙ্গে ভালোভাবে বন্ধুত্ব রাখতে পারেন সেদিকে লক্ষ্য রাখা। ভারত –সহ বিভিন্ন দেশে আনন্দের সঙ্গে আজ পালিত হচ্ছে বন্ধুত্ব দিবস।