বিষমুক্ত খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থা দেখতে জাপান এবং বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞরা এলেন নদীয়ার শান্তিপুরে

Social

মলয় দে নদীয়া :-ভারত , বাংলাদেশ ও জাপানের কিছু কৃষিবিজ্ঞানী পরশু এসেছিলেন নদীয়ার শান্তিপুরে।

শান্তিপুরের বিষমুক্ত খাদ্য বাজার, কৃষক স্বরাজ সমিতির আন্দোলন, বেশ কিছু কৃষকের দেশীয় বীজে রাসায়নিক বর্জিত জৈব সারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে চাষ এদেশে কিভাবে হচ্ছে তা মূলত পর্যবেক্ষণ করতেই তাদের আসা। শহরের ২৪ নম্বর ওয়ার্ড, ব্লকের বাগআঁচড়ায় সৌর চালিত পাম্পে সেচ ব্যবস্থা ঘুরে দেখেন তারা।
বিষমুক্ত খাদ্য বাজারে, এসে ক্রেতাদের সাথে কথা বলেন নানান সুবিধা অসুবিধা নিয়ে। কৃষাণ স্বরাজ সমিতির বিভিন্ন কৃষকদের সাথে আলাপ-আলোচনা করেন তাদের দেশের চাষ এবং এ দেশের চাষের মধ্যে বিভিন্ন বৈষম্য নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদান প্রদান করেন নিজেদের মধ্যে। সরকারি ভূমিকা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়েও আলাপচারিতা হয় নিজেদের মধ্যে।
সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম পরিচালিত শিশুকিশোর গ্রন্থাগারও ঘুরে দেখেন শান্তিপুরে ৷ শিশুদের কৃষিবিদ্যা শিক্ষা কেমন চলছে তা দেখে অত্যন্ত আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন আমাদের ৷ শিশুদের থেকে বহু উত্তর জানলেন , শিশুরাও জানল অনেক কিছু ৷

উপস্থিত ছিলেন অর্ধেন্দু শেখর চট্টোপাধ্যায়, তেৎসুও সুসুমি, মহ. বেলাল হোসেন, পরিমল কুমার রায়, অসীমা বিশ্বাস , তরুণ দাস প্রমুখ অতিথিবৃন্দ ৷ শৈলেন চন্ডী, সাধন কুন্ডু , তপন দাস , সমাদৃতা বিশ্বাস, অর্ণব বসাক সহ সতেরো জন শিশু কিশোর আজকের আলাপচারিতায় অংশ নেন ৷

Leave a Reply