মেম্বার থাকেন টালির ঘরে ! অথচ প্রায় সকলেই পেয়েছেন আবাস যোজনার ঘর,  মানুষের ঢল বীনা বিবি মির্জার প্রচারে

Social

মলয় দে নদীয়া :-মেম্বার থাকে টালির ঘরে, অথচ প্রায় সকলেরই আবাস যোজনার পাকা ঘর। তাই পুনরায় নদীয়া জেলার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের হেমায়েতপুর ৭০ নম্বর বুথে বিদায়ী পঞ্চায়েত মেম্বার তথা এবারের তৃণমূল প্রার্থী বীনা বিবি মির্জা কে জয়ী করানোর জন্য মানুষের ঢল। সুদূর রানাঘাট থেকে এডভোকেট শারমিন মল্লিক আজ তার আত্মীয়র প্রচারে আসেন শান্তিপুরে। তিনি বলেন, সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় বিগত পাঁচ বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা দেখে, আবারো মানুষ পুনর্নির্বাচিত করতে চলেছে বীনা বিবি মির্জাকে।

প্রার্থী বিনা বিবি বলেন, এখানে গ্রাম সভায় তৃণমূল এবং সিপিআইএম ছাড়া কোনো প্রার্থী নেই। তাই জটিলতাও নেই, সহজ অংকে জয় নিশ্চিত ১০০ শতাংশ।
তবে বিনা বিবি মির্জার স্বামী খোকন মির্জা, আক্ষেপের সুরে বলেন কিছু তৃণমূল কর্মী, নির্দল প্রার্থী না থাকার কারণে সরাসরি সিপিএমের সাথে যোগাযোগ রাখছে। তবে এ বিষয়ে তিনি দলকে জানিয়েছেন।
গতকাল বিকালে বিনা বিবি র ভোট প্রচার কার্যত উৎসবের চেহারা নিয়েছিলো। স্থানীয় উলুবাচরা, লিচুবাগান, নানান এলাকায় দলীয় ব্যানার পতাকা সহ দুই শতাধিক কর্মী সহ প্রত্যেক বাড়িতে গিয়ে ভোর প্রার্থনা করেন। বলেন বিগত পাঁচ বছরে, যেটুকু সম্ভব করেছি, আবারো আস্থা রাখলে আগামী পাঁচ বছরে তা সম্পন্ন হবে। ভোটাররাও প্রাক্তন মেম্বার আবারো তৃণমূলের প্রার্থী হওয়ায় আস্থা প্রকাশ করেছেন অনেকেই।

Leave a Reply