মলয় দে নদীয়া:-মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির অত্যাচারের হাত থেকে বাঁচতে ২২ বছর ধরে পরিবার শিকল দিয়ে বেঁধে রাখল হাত-পা। এমনই এক চিত্র ধরা পরলো নদীয়া শান্তিপুরে।
পরিবার সূত্রে জানা যায় মানসিক রোগের কারণে ওই ব্যক্তির ভয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারত না এলাকার লোকজন । অন্যদের উপর অত্যাচার তো বটেই এমনকি পরিবারের সদস্যরাও খাবার খেতে দিতে গেলে মারধরও করে তাদের উপর। তাই বাধ্য হয়ে শিকল বেঁধে রেখেছেন পরিবার। অর্থের অভাবে সেভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার।
ওই যুবকের নাম সেলিম শেখ বয়স আনুমানিক ৪৩ বছর, বাড়ি নদীয়া জেলার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা এলাকায়। জানা যায় বছর কুড়ি বয়সের পর থেকে পরিবার লক্ষ্য করেন সেলিম বাড়ি থেকে রাতের অন্ধকারে একা একাই বেরিয়ে যান এরপর পরিবারের লোকজন খুঁজে নিয়ে আসেন তাকে বাড়িতে। যতদিন বাড়ছে ততই যেন সেলিম মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পেশাই পরিবারের লোকজন কৃষক। তাই একটা সময় সেলিম চাষবাসের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করালেও অর্থের অভাবে সেভাবে চিকিৎসা করাতে পারছেন না পরিবার। সেলিম ধীরে ধীরে এতটাই ভারসাম্যহীন হয়ে গেছেন যে রাস্তার পাশে বসে থাকলে তার পাশ দিয়ে যেতে পারছেন না এলাকার লোকজন। এমনকি পরিবারের লোকজন খাবার দিতে গেলে মারধর করে । যার ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন পরিবার।