সোশ্যাল বার্তা: একটু ভিন্ন রকম ভাবে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো কৃষ্ণনগরের নাট্যদল সিঞ্চন। ৫ই জুন বিকাল ৫টায় নতুন শম্ভু নগর জলঙ্গী নদীর ঘাট ঝাঁট দিয়ে পরিষ্কার করে, ফেক্স টাঙিয়ে, ত্রিপল পেতে পরিবেশ দিবসের অনুষ্ঠান আয়োজন করে সিঞ্চনের নাট্য কর্মশালার ছেলে মেয়েরা।
শুরুতে বিশ্ব পরিবেশ দিবস প্রসঙ্গে বক্তব্য রাখেন সিঞ্চনের নির্দেশক সুশান্ত কুমার হালদার এবং গ্রামবাসীদের পক্ষ থেকে শ্রী বুদ্ধদেব বাগচী, শ্রী মহাদেব মোদক, শ্রী সমীর মোদক।
এরপর অভিনীত হয় ‘কৃষ্ণনগর সিঞ্চন’ প্রযোজিত নাটক – ‘ও নদী রে’। গ্রামবাসীরা ভীর করে দেখলেন নাটক, উপভোগ করলেন এবং হাতে তুলে দিলেন তাদের সাধ্যমতো অনুদান।
অনুষ্ঠানের শেষ পর্বে চললো স্থানীয় নদীজীবীদের সঙ্গে কথোপকথন। তাদের অভিজ্ঞতা, সংকট, লড়াইয়ের অনন্য অভিজ্ঞতা ভাগ করে নিলেন নাট্যকর্মীদের সঙ্গে ।