খেলা নিয়ে বিতর্কের অবসান ঘটিয়ে, তীব্র দাবদাহের মধ্যেই সমাপ্ত হলো শান্তিপুর জোনাল ক্রিকেট লীগ

Social

মলয় দে নদীয়া:- গত ২৯১৯-২০ এবং ২০২০ ২১ নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ভলি এবং অ্যাথলেটিক হলেও ক্রিকেট বা ফুটবল খেলা বন্ধ ছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও ভলি এবং ফুটবল ঠিকঠাক মতন সময়ে সম্পন্ন হলেও, শান্তিপুর জোনালের ক্রিকেট শুরু হয় গত ১৮ ই মার্চ। ১৫ দলের লীগ কাম নক আউট খেলার মধ্যে দিয়ে একটি খেলায় সেমিফাইনালে ওঠে ন্যাশনাল ক্লাব। তবে ৯ই এপ্রিল অপর একটি সেমিফাইনাল শান্তিপুর সবুজ সংঘ এবং জি এ আইয়ের সাথে চলাকালীন একটি আউট নিয়ে বিতর্ক মাঠ থেকে পৌঁছায় ট্রাইব্যুনালে।

বিতর্কিত এই আউটের ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী জি এ আই জয়ী ঘোষণার পর বিলম্বে হলেও আজ ফাইনাল খেলা ঘোষিত হয় । শান্তিপুর বেজ পাড়ার মাঠে জি এ আই এবং ন্যাশনাল ক্লাবের মধ্যে ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জি এ আই। ন্যাশনাল ক্লাবের কুড়ি ওভারে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে। যা জি এ আই ১৭.৫ বলে ১০৫ রানে সকল উইকেটের পতন ঘটে ‌

এ প্রসঙ্গে শান্তিপুর জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন সভাপতি শাহাবুদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যেই জোনালে ভলি, ফুটবল, অ্যাথলেটিকে মহিলা পুরুষ সিনিয়র জুনিয়র সমস্তই সমাপ্ত হয়েছিলো। জেলা স্তরে মহিলা ফুটবলে শান্তিপুরের শান্তি স্মৃতি চ্যাম্পিয়ন হয়। ভলিবলে নতুনপাড়া অভিযাত্রী সংঘ জেলায় রানার্স হয়। ফুটবলে শান্তিপুর সবুজ সংঘ জেলা চ্যাম্পিয়ন। অ্যানুয়াল স্পোর্টস এ সূত্রাগড় ছাত্র সংঘ অ্যাথলেটিক্সে তৃতীয় হয়। আজ ক্রিকেট সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই জেলা স্তরে ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে আগামী চার তারিখে শান্তিপুরের খেলা আছে।
আজকের খেলা প্রসঙ্গে জি এ আই ক্লাব কর্তৃপক্ষ আগামী বছরগুলিতে তীব্র দাবদাহের মধ্যে খেলা না ফেলার অনুরোধ জানান জোনালকে। যদিও তাদের ক্লাবের স্থানীয় ক্রিকেটাররা লড়াই করে, একটি কঠিন লড়াই।
অন্যদিকে ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এ জয় তাদের প্রত্যাশিত।

Leave a Reply