মলয় দে নদীয়া :- আজ সকালে নদীয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের মোড়ে পথদূর্ঘটনায় নিহত হয় অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুন্নি বাইন। এলাকা সূত্রে জানা যায় ছাত্রী নবম শ্রেনীতে পড়ে, বাড়ি মুগরাইল।
এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষাকর্মী ও পরিচালন সমিতির সদস্যরা বাদকুল্লা হাসপাতালে দ্রুত যান।
এদিন পথদূর্ঘটনা রোধের দাবীতে অঞ্জনগড় উচ্চ বিদ্যলয়ের পিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পরিচালন সমিতির সদস্যবৃন্দ, গ্রামবাসী বৃন্দ ও অঞ্জনগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং গ্রামবাসীবৃন্দ গাংনী রেলগেট সংলগ্ন বাইপাশ অবরোধ করেন। প্রায় ঘন্টাখানেক অবরোধ হয়। অবরোধ স্থলে পুলিশ প্রশাসনের কাছে অঞ্জনগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়
রাস্তায় পর্যাপ্ত বাম্পার দেওয়ার,রাস্তার মোড় গুলিতে বিশেষত স্কুল টাইমে পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক পুলিশ মজুদ রাখা এবং বাদকুল্লার জনবহুল স্থানগুলিতে পণ্য পরিবহনের বিভিন্ন ধরনের গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে মাল লোডিং, আনলোডিং করা বন্ধ করার।
তাহেরপুর থানা প্রশাসন বিক্ষোভকারীদের এই দাবিগুলি মানার প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। অন্যদিকে, ছাত্রীর মৃত্যুতে সমগ্র বাদকুল্লা জুড়ে নেমে আসে শোকেরর ছায়া।