মলয় দে নদীয়া:- আরবি মাসের এটা অষ্টম মাস নাম শাবন, আগেরটা ছিল রজক, আসন্ন রমজান। অন্যান্য প্রতিমাসে তিনটি করে রোজা থাকলেও রমজান মাসে গোটা মাসে থাকে রোজা।
ফারসি শব্দ শব অর্থাৎ রাত বরাত অর্থাৎ মুক্তি। কবরে জিয়ারত অর্থাৎ মুক্তির প্রার্থনা, ইবাদত অর্থাৎ বিভিন্ন উপাসনা সারারাত ধরে, এবং পরের দিন অর্থাৎ আজ রোজা পালনের মধ্য দিয়ে শবে বরাত উৎসব পালিত হয়ে থাকে সমস্ত মুসলমান ধর্মালম্বী সম্প্রদায়ের মধ্যে।
জীবনে চলার পথে নানান ভুল ভ্রান্তি থেকে মুক্তি পেতে, এবং আসন্ন রমজান মাস ভোর রোজা রাখার মনের জোর বাড়াতে , মৃত ব্যক্তিদের মুক্তির প্রার্থনায় এই শবে বরাত সারা পৃথিবীব্যাপী বিভিন্ন মসজিদ খোলা থাকে সারা রাত।
একই চাঁদে একদিকে যেমন দোল পূর্ণিমা , তেমনি শবেবরাতও।
আমরা উপস্থিত হয়েছিলাম শান্তিপুর নতুন মসজিদে, এবং বহু প্রাচীন তোপখানা মসজিদে। নতুন মসজিদের মতুয়ালী তথা পার্শ্ববর্তী বিদ্যালয় শিক্ষক বজরুল রহমান জানান, এ উপলক্ষে অনেকেই না জেনে মোমবাতি জ্বালানো পটকা ফাটানো বিভিন্ন আনন্দের বহিঃপ্রকাশ করে থাকেন, যা কোন ধর্মীয় নির্দেশ নয়।
অন্যদিকে তোপখানা মসজিদের ইমাম মোহাম্মদ নাজিমউদ্দিন কারিকর, জানান এটা ফজর অর্থাৎ অত্যাবশ্যকীয় নয় নফল অর্থাৎ কারো মনে চাইলে সে এই শবে বরাতের নামাজ পড়তে পারে। মসজিদের সাথে যুক্ত মহিউদ্দিন আহমেদ খান বলেন এই উপলক্ষে অনেকে তাদের সাধ্যমতন দান খয়রাতি করে থাকেন তবে, ঈদের সময় তা ধর্মীয় নির্দেশ থাকে। বহু প্রাচীন তোপখানা মসজিদ প্রসঙ্গে তিনি বলেন, মোঘল আমলে সম্রাট আওরঙ্গজেবের সুবেদার গাজী ইয়ার মোহাম্মদ নির্মাণ করিয়েছিলেন। যা বর্তমানে সরকারি হেরিটেজের অন্তর্ভূক্ত । বিভিন্ন ধর্মীয় পর্যটক, ঐতিহাসিক, গবেষক এই মসজিদে এসে থাকেন প্রায়শই।