বসন্ত এসে গেছে! প্রকৃতি যেমন সেজে উঠেছে অশোক পলাশ শিমুলে, বিষাদ-বিদ্বেষ ভুলে মন রাঙাতে প্রস্তুত শিল্পীরাও

Social

মলয় দে নদীয়া :- শীত শেষ! গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পলাশ শিমুলের বসন্ত কবিতায় কাব্যে সঙ্গীত নৃত্যে, থাকলেও ঋতু হিসাবে বসন্তর মেয়াদ এখন মাত্র কয়েক দিনের জন্য, শীতের পরেই সরাসরি গরম। তবুও মনের দিক থেকে, ঋতু পরিবর্তনে বাঙালির আবেগ অনেকটাই। আর সেই কারণে বিভিন্ন উৎসবের মধ্যে বসন্তও জায়গা করে নিয়েছে। শুধু শান্তিনিকেতন নয় এখন, একটি ছোট্ট পাড়াতেও নাচে গানে সংস্কৃতি অনুষ্ঠানে বসন্ত উৎসব পালিত হয়ে থাকে। সেইরকমই আজ নদীয়ার শান্তিপুর সোনার তরী ডান্স একাডেমীর পক্ষ থেকে, তাদের নিয়ে বসন্ত উৎসবের সূচনা করে। প্রশিক্ষিকা জানান , ইতিমধ্যেই বিভিন্ন বসন্তউৎসবে আমন্ত্রণ পেয়েছেন তারা। তারই অনুশীলন চলছে।

গত দু’বছর করো না পরিস্থিতি পার করার পর, এবার ভয় ভীতি সংশয়হীন বাধনছাড়া খুশিতে মেতেছে একাডেমির সমস্ত নৃত্যশিল্পীরা। পাতা ঝরা ধূসড় রুক্ষ পরিবেশে শিমুল অশোক পলাশের প্রকৃতি রাঙানোর মতো তারাও ভেষজ রঙিন আবির নিয়ে তারাও প্রস্তুত।

Leave a Reply