দেবু সিংহ মালদা: গাজোল ব্লকের শাহজাদপুর অঞ্চলের ভাদর গ্রামের সুবোধ চৌধুরী নামে এক বাসিন্দার সাতকা দীঘি জেসিবি দিয়ে সংস্কার করার সময় দুটি পাথরের মূর্তি উদ্ধার হয়। দুটি মূর্তি শতাব্দী প্রাচীন বলে মনে করা হচ্ছে। এই মূর্তি উদ্ধারের খবর চাউর হতেই মূর্তি দেখার জন্য প্রচুর লোক ভিড় করেন এলাকায়।
শুধু তাই নয়, এলাকাবাসী মূর্তিটি নিয়ে এসে পূজা দিতে থাকেন। গ্রামবাসীরা বলছেন, উদ্ধার হওয়া একটি মূর্তি সম্ভবত বিষ্ণু দেবতার। কিন্তু অন্য মূর্তিটি কোন দেবতার তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। ইতিহাস গবেষকরা এলে হয়তো বিষয়টি বুঝতে পারবেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ।