দেবু সিংহ, মালদা:ঐতিহ্যবাহী পাকুয়াহাট রাধাগোবিন্দ মন্দিরের গৌরাম্বিত ৫০ তম বর্ষ উপলক্ষে পাকুয়াহাট রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে, রবিবার পাকুয়াহাট সমবেত প্রয়াস ও ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায়, মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
জীব সেবাই- শিব সেবা, শিব সেবার অপর নাম রক্তদান শিবিরকে কেন্দ্র করে ৩০ জন রক্তবন্ধু সংকটময় মুহূর্তে রক্ত দান করে মানবিকতার নজির গড়লেন।
রক্ত দাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পাকুয়াহাট রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি দিলীপ সাহা, সম্পাদক বিভূতি রায়, বামনগোলা থানার আই সি জয়দীপ চক্রবর্তী, পাকুয়ার সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক, সহ সভাপতি তপন কুমার রায়, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, পাকুয়াহাট এ এন এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামানিক, বিজ্ঞান কর্মী শম্ভুনাথ সাহা, মালদা জাগরন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস,রক্তদান আন্দোলনের কর্মী প্রদীপ দাস, রিয়াজুল ইসলাম প্রমুখ।