বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে নদীয়ার শান্তিপুরে বিশেষ ভাবে সক্ষমরা সামিল হলেন রক্তার্পণে

Social

মলয় দে নদীয়া:- নেই কোন আমন্ত্রণ পত্র, ঝাঁ-চকচকে প্যান্ডেল, সরকারি অনুদান! তবে প্রত্যেকেরই সমাজের অন্যদের মতো সমান দায়িত্ব ও কর্তব্যের আত্মবিশ্বাস থেকে , হোয়াটসঅ্যাপে একটি করে মেসেজ অথবা ফোন করে আমন্ত্রণ আর তাতেই হাজির হলেন, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামানিক, শান্তিপুর পৌরসভার সহকারি পৌর প্রশাসক শুভজিৎ দে, বিশিষ্ট সমাজসেবী ড: প্রসেনজিৎ মন্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: পূজা মৈত্র, স্টেট জেনারেল হাসপাতালের সুপারেন্টেন্ড ড: তারক বর্মন, বাবলা অঞ্চলের প্রধান উন্নতি সরদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাগণ।

30 তম আন্তর্জাতিক 23 তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আজ শান্তিপুরের বিশেষভাবে সক্ষম দের নিজেদের তৈরি সংস্থা প্রতিবন্ধনের আয়োজনে গোবিন্দপুর কাজী বাড়ির মাঠে রক্তার্পণ অনুষ্ঠানে মূক-বধির দৃষ্টিহীন এবং অস্থি সংক্রান্ত বিশেষভাবে সক্ষম 21 জন রক্তাদানে সামিল হন। আগত সকল শুভাকাঙ্ক্ষী, সকলেই সাধুবাদ জানান।
সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, আজকের দিনে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিগত পাঁচ বছর ধরে অনুষ্ঠান হয়ে আসছে।
জেলা সভাধিপতি রিক্তা কুন্ডু বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী সকল প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করেছেন, পড়াশোনা ক্রীড়া বিনোদনের বিষয়ের এ সরকার চিন্তাভাবনা করছে।
ড: প্রসেনজিৎ মন্ডল রক্তদাতাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণ মানুষও অনুপ্রাণিত হবে উনাদের দেখে।
ডক্টর পূজা মৈত্র মনে করেন, প্রতিবন্ধী কেউ নন, যদি আমরা তাদের সঠিকভাবে উপলব্ধি করতে পারি তাহলে সকলেই কোন না কোন দিক থেকে বিশেষভাবে সক্ষম।
নবদ্বীপ ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আগত প্রতিনিধিরা জানান সংখ্যা বড় কথা নয়, উদ্যোগকে সাধুবাদ জানাই।

Leave a Reply