মদন মাইতি, পটাশপুর: ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিচার্স্ এর সহযোগিতায় দু-দিবসীয় জাতীয় স্তরের ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশন-র আয়োজন হল পালপাড়া কলেজে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্দোগে এই ফিলোজফিক্যাল কন্ট্রিবিউশন এর আয়োজন করা হয়। কলেজের সেমিনার হলে প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতে এই ফিলোসফিক্যাল কন্ট্রিবিউশনটি হয়। এদিনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওড়িষ্যার রেভেনশ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ পতিতাপবন দাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপিকা ডঃ পাপিয়া গুপ্তা,
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ তপন কুমার দে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডঃ দীপায়ন পট্টনায়ক। অনুষ্ঠানের উদ্যোগতা হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সন ডঃ প্রদীপ্ত কুমার মিশ্র, কো-অর্ডিনেটর ডঃ মৃনালকান্তি দে, কনভেনার সৌমেন রায় সহ অন্যান্যরা।