দেবু সিংহ,মানিকচক: নুন আনতে পানতা ফুরনোর সংসার। সংসারের আর্থিক অনটন মেটাতে ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল এক যুবকের।ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায়।মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেখ হিফজুল(৩০)।পরিবারের রয়েছেন দুইটি নাবালিকা কন্যা সন্তান।একটির বয়স ছয় বছর অপরটি ছয় মাসের।
বাড়ির একমাত্র রোজগারের মানুষকে হারিয়ে অথৈয় জলে গোটা পরিবার। কান্নায় ভেঙ্গে পরেছেন পরিবারের লোকজন সহ প্রতিবেশী।যুবক সন্তানের অকাল মৃত্যুতে হতবাক শয্যাসয়ী বাবা শেখ জয়নাল।পরিবার সুএে জানা গেছে,আনুমানিক তিন মাস আগে রোজগারের তাগিদে ভিন্ন রাজ্য অর্থাৎ গুজরাটে একটি কারখানায় কাজে যায় মৃত যুবক।পরিবারের অভিযোগ সেখানেই কর্মরত অবস্থায় মেশিনে চাপা পড়ে মৃত্যু হয় যুবকের।সোমবার সন্ধ্যা নাগাদ ফোন মারফত তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবার।খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে এনায়েতপুর এলাকা জুড়ে।সেখানেই ময়নাতদন্তের পর কফিন বন্দী দেহটি বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে। বৃহষ্পতিবার সকাল নাগাদ কফিন বন্দি মৃতদেহ গ্রামের বাড়ি এনায়েতপুর পৌঁছাছে।ধর্মীয় রীতি নীতি মেনে মৃত দেহ কবরস্থ করা হয়।এদিকে একমাএ রোজগারের মানুষের মৃত্যুতে মাথায় যেন আকাশ ভেঙ্গে পরেছে শয্যাশায়ী বৃদ্ধ বাবা ও মায়ের।এখন বর্তমানে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে অসহায় গরিব পরিবারটি।