সোশ্যাল বার্তা: রাজ্য জুড়ে মশাবাহিত রোগ রোগ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। প্রশাসনের উদ্যোগে নাগরিক সচেতনতার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।ঠিক এই সময় দাঁড়িয়ে অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা তরফ থেকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।এই মেডিকেল ক্যাম্প পঞ্চাশের অধিক মানুষ পরিষেবা গ্রহন করেন।
সহযোগিতায় ছিল বি. পি.পোদ্দার হাসপাতাল কর্তৃপক্ষ।তাদের তরফ থেকে মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ব্লাড প্রেসার,ব্লাড সুগার,ই.সি.জি এবং ইকোকার্ডিওগ্রাফি।এই পরিষেবা উপস্থিত এলাকার মানুষকে দিতে অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা ভীষণ ভাবে খুশি।সংস্থার সদস্য মনে তপন গাইন বলেন আমরা বিগত দিনে একাধিক স্বাস্থ্য পরীক্ষা করেছি,তবে এবারের আয়োজন একটু বেশি ছিল।আমরা চাই স্বাস্থ্য বিষয়ে সাধারণ সকল মানুষের সচেতন হওয়া উচিত।সেইসাথে ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ থাকার জন্য সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত।