দেবু সিংহ,মালদা: দোরগোড়ায় অবাঙালীদের উৎসব ছট পূজা। নদীর জল না কমায় চিন্তিত ছট পুণ্যার্থীরা।
প্রথা অনুযায়ী অস্ত গামী সূর্য এবং উদীয়মান সূর্যকে প্রণাম করে দুইবার ঘাটে নামেন ছট পূণ্যার্থীরা। ডালা সাজিয়ে ছটের আরাধনা করেন তারা। এবছর মহানন্দা নদীর জল না কমায় চিন্তায় পড়েছেন ছট পূণ্যার্থীরা। উত্তর বালুচর, দক্ষিণ বালুচর, রামকৃষ্ণ মিশন ঘাট, পুলিশ লাইন সহ বিভিন্ন ঘাটে হাজার হাজার কূণ্যার্থী ডালা সাজিয়ে মহানন্দা নদীতে নামেন। এবছর মহানন্দায় প্রচুর জল রয়েছে। তাই চিন্তায় পড়েছেন তারা।
এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, জল কমার অপেক্ষায় রয়েছেন তারা। যতটুকু জায়গা পাওয়া যাবে তার মধ্যেই ছট পূণ্যার্থীদের জন্য ঘাট সংস্কার করা হবে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে।